Department of Bangla

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ ঐতিহ্যবাহী বিভাগ,যার পথচলা শুরু হয় ২০১৩ সাল থেকে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভাগটি বাংলা সাহিত্য,বাংলা ভাষার ইতিহাস,ঐতিহ্য ও শেকড় সন্ধানে ব্যাপৃত রয়েছে। শিক্ষার্থীদের মাঝে সাহিত্যবোধ সৃষ্টির পাশাপাশি সৃজনশীলতা,মননশীলতা,আত্মিক ও নৈতিক শৃঙ্খলার পাঠদান করা হয় বিভাগটিতে। বাংলা ও বিশ্বসাহিত্যের ইতিহাস পাঠদানের পাশাপাশি নানা মননশীল সাংস্কৃতিক অনুষ্ঠান,বরেণ্য সাহিত্যিকদের জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস, সাহিত্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রাতিষ্ঠানিক আলোচনাসভার আয়োজনসহ মৃত্তিকা-সংলগ্ন ও মানবিকতার শিক্ষা প্রদানের মাধ্যমে আদর্শ নাগরিক এবং দেশ ও জাতির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থী নির্মাণে ভূমিকা পালন করছে বাংলা বিভাগ।

Subscribe to Newsletter

Get notified about new events, community & more