University Clubs

বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরতে ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার লক্ষে ২০১৫ সালে জন্ম হয় বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির। জাতীয় গণমাধ্যমে ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কর্মরত বশেমুরবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠন বাংলাদেশের ক্যাম্পাস সাংবাদিকতায় অবদান রেখে চলেছে।

    01967151715
    নাম পত্রিকার নাম পদবী মোবাইল নম্বর
    মাননীয় উপাচার্য বশেমুরবিপ্রবি প্রধান পৃষ্ঠপোষক --
    মোঃ মাহবুবুল আলম জনসংযোগ কর্মকর্তা, বশেমুরবিপ্রবি উপদেষ্টা
    মোঃ রেজোয়ান হোসেন -- উপদেষ্টা 01744527999
    শামস জেবিন দৈনিক কালের কণ্ঠ , দৈনিক সময়ের খবর, উপদেষ্টা
    জাহিদুল ইসলাম দৈনিক প্রতিদিনের সংবাদ, ঢাকা টাইমস উপদেষ্টা 01521434714
    ফাতেমাতুজ জিনিয়া ডেইলি সান, দ্যা ডেইলি ক্যাম্পাস সভাপতি 01816622225
    সুকান্ত কুমার সরকার জাগো নিউজ, পিবিএন২৪ সহ-সভাপতি 01793074144
    মাইনউদ্দিন পরান দৈনিক আমাদের নতুন সময়, একুশে টিভি অনলাইন> সাধারণ সম্পাদক 01768570042
    মাহমুদ হাসান আহাদ দৈনিক পুর্বাঞ্চল, ডেইলি বাংলাদেশ বার্তা যুগ্ম সাধারণ সম্পাদক 01726803410
    সুমাইয়া রশিদ দৈনিক সময়ের আলো, দৈনিক সমাচার সাংগঠনিক সম্পাদক 01766263547
    মোঃ আব্দুল ওহাব দৈনিক অধিকার, নাগরিক বার্তা দপ্তর সম্পাদক 01704255057
    মোঃ আশরাফুল আলম আমাদের সময়, বিডি২৪লাইভ প্রচার ওপ্রকাশনা সম্পাদক 01973440121
    আবদুল্লাহ আল মামুন দৈনিক শেয়ার বিজ, বার্তা২৪ অর্থ সম্পাদক 01874306033
    শাফিউল কায়েস দৈনিক দেশ রুপান্তর, বাংলাদেশ টুডে কার্যনির্বাহী সদস্য 01744690160
    খাদিজা জাহান তান্নী দৈনিক মানবকন্ঠ, দৈনিক সকালের সময় কার্যনির্বাহী সদস্য 01771851989
    সাগর কুমার দে বিজনেস বাংলাদেশ, ক্যাম্পাস টুডে কার্যনির্বাহী সদস্য 01729429990
bsmrstu cultural club
bsmrstu debating society

বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি

bsmrstu music club

ছবিঃ সফল্ভাবে "উইন্টার অলিম্পিয়াড ২০২৩" শেষে ক্লাবের কার্যনির্বাহী সদস্যবৃন্দদের একাংশ।

"বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব"

  • ক্যাম্পাসের বিজ্ঞানভিত্তিক সংগঠনগুলো বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্বে শিক্ষার্থীদের নিয়ে তাল মিলিয়ে চলতে এবং বিজ্ঞানকে সর্বস্তরে জনপ্রিয়করণের লক্ষ্যে ব্য াপক ভূমিকা পালন করে থাকে, বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবও এর ব্যতিক্রম নয়। বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব ক্যাম্পাসসহ পুরো গোপালগঞ্জ জেলাতেও সুষ্ঠুভাবে কার ্যক্রম চালিয়ে থাকে। যেমন ইতিমধ্যে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের বিজ্ঞানভিত্তিক কম্পিটিশন, অলিম্পিয়াড, সেমিনার, ওয়ার্কশপ আয়োজনের পাশাপাশি জেলা পর্যায়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝ থেকে বিজ্ঞানভীতি ও নানা কুসংস্কার দূরীকরণে এবং তাদের সাথে বিজ্ঞানকে আরো পরিচয় করিয ়ে দিতে কার্যকর উদ্যোগের মাধ্যমে নানা অনুষ্ঠান সম্পন্ন করে আসছে। বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের উদ্দ েশ্যমন্ডিত লক্ষ্যগুলোই তাদেরকে ক্যাম্পাসের বাকি ক্লাবগুলো থেকে আলাদা বৈশিষ্ট্য বহনে সহায়তা করে। বিজ্ঞানের জ্ঞানের বার্তা শিক ্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে সবার মাঝে আগ্রহ সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়বস ্তু নিয়ে আর্টিকেল লেখার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, ফেস্ট কিংবা নানান ধরনের প্রোগ্রাম আয়োজনের দ্বারা শিক্ষার্থীদেরকে নিজেদেরক ে বিকাশিত করার সঠিক প্ল্যাটফর্ম প্রদান করা, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা ও তার বিজ্ঞানভিত্তিক সমাধান নিয়ে অগ্রসর হওয়াসহ পারি পার্শ্বিক বিভিন্ন ধরনের বিজ্ঞানভিত্তিক সংগঠনের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে বৈচিত্র্যময় বিজ্ঞানের বিকাশ সারা বিশ্বে দ্বারে তুল ে ধরতে সর্বোপরি একসাথে কাজ করাই হচ্ছে বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের মূল লক্ষ্য। বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব ইতোমধ্যে ক্যাম্পাস ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃতি চর্চার জন্য উইন্টার অলিম্পিয়াড, ব্রেইন টিজিং কন্টেস্ট, সাইন্স ফিকশন রাইটিং কম্পিটিশন, পাইথন প্রোগ্ রামিং ল্যাঙ্গুয়েজের উপর ওয়ার্কশপ, বর্তমান বাংলাদেশের ইউথ আইকন সুশান্ত পালের সাথে ক্যারিয়ার বিষয়ক প্রোগ্রাম 'স্মার্ট ক্যারিয়ার আড্ডা', করোনাকালী ন সময়ে 'ডিপ্রেশন ও সুইসাইড প্রিভেনশন অ্যাওয়ারনেসের' উপর কর্মশালা, 'আন্ডারগ্রাজুয়েট প্রিপারেশন ফর রিসার্চ এন্ড হাইয়ার স্টাডিসের' উপর ওয়েবিনারসহ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য 'চলো বিজ্ঞান শিখি' নামক ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করে আসছে। আগামীতে বিজ্ঞান ক্লাবের ব্যানারে বার্ষিক ম্যাগাজিন, সাইন্স আড্ডা, সাইন্স ফেস্টসহ এমন আরো অনেক সারপ্রাইজিং প্রোগ্রাম অপেক্ষা করছে।


bsmrstu music club

"সাদাকালো" THE MUZIC CLUB

  • ক্লাবের শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে থাকে। এছাড়াও প্রতি শনিবার ক্লাবের গানের আসর অনুষ্ঠিত হয়।

ট্যুরিজম থিয়েটার

  • যদি লক্ষ থাকে দুর্বার, বিজয় হবেই তোমার।
  • একটি নতুন সময়ের আহ্বান নিয়ে, একটি উন্নততর মর্যাদাশীল বাংলাদেশ তৈরির প্রচেষ্টায় প্রভাবকের ভুমিকা রাখতে, স্বাধীন,শক্তিশালী, বিশুদ্ধ সংস্কৃতি চর্চা ও সৃজনশীলতায় সক্রিয় নাটক নির্মান,মঞ্চায়ন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করা ট্যুরিজম থিয়েটারের কাজ। এছাড়াও বিভিন্ন জাতীয় দিবসে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নাটক মঞ্চায়ন, নৃত্য পরিবশন ইত্যাদি ট্যুরিজম থিয়েটারের অন্যতম কাজ।গ্রুপ। প্রতিষ্ঠাতা পরিচালক আহম্মেদ ইয়াসিনের নিরলস প্রচেষ্টায় সংস্কৃতি চর্চার এক নতুন দ্বার উন্মোচিত করেছে ট্যুরিজম থিয়েটার।
bsmrstu Tourism Theatre
bsmrstu cultural club

রংধনু সাংস্কৃতিক ক্লাব

  • বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক, নৃত্য ইত্যাদি পরিবেশন করে থাকে এই ক্লাবের শিল্পীরা।

BSMRSTU PHOTOGRAPHIC SOCIETY

  • বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি প্রেমিদের একটি গ্রুপ।
bsmrstu photographic society
bsmrstu debating society

বশেমুরবিপ্রবি প্রেসক্লাব