বঙ্গবন্ধু ইনস্টিটিউট অফ লিবারেশন ওয়ার অ্যা্ন্ড বাংলাদেশ স্টাডিজ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ
বঙ্গবন্ধু ইনস্টিটিউট অফ
লিবারেশন ওয়ার অ্যা্ন্ড বাংলাদেশ স্টাডিজ এর প্রতিষ্ঠা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অঙ্গীভূত ও প্রথক বোর্ড অফ
গভর্ণরস সম্বলিত বঙ্গবন্ধু ইনস্টিটিউট অফ লিবারেশন ওয়ার অ্যা্ন্ড
বাংলাদেশ স্টাডিজ বাংলাদেশ পার্লামেন্ট প্রণীত বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের ৪
(ট) ও
২৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ও শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত
বিশ্ববিদ্যালয় অর্গানোগ্রামের আলোকে এতদ্বারা প্রতিষ্ঠা করছে।
লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ
ক)
নির্বিশেষ মানুষের মুক্তি ও বাঙালি জাতরি সার্বিক
মুক্তির লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধসহ তর সামগ্রিক জীবনে সর্বকালের
সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন
ও দর্শন ও তার অনন্য সাধারণ অবদান ও নেতৃত্বের ওপর উচ্চতর গবেষণা ও
চর্চা; বাঙালি জাতির সার্বিক
মুক্তির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত বাংলাদেশের ইতিহাস,
সংস্কৃতি,
ভাষা,
সাহিত্য, দর্শন,
প্রত্নতত্ত্ব,
নৃতত্ত্ব,
অর্থনীতি, রাজনীতি,
সমাজবিজ্ঞান,
ভূগোল,
সঙ্গীত, শিল্পকলা,
আইন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে উচ্চতর
চর্চা ও গবেষনার মাধ্যমে পিএইচ.
ডি এবং এম.
ফিল. ডিগ্রী প্রদান;
খ)
প্রয়োজনে অন্যান্য সরকারি ও বেসরকারি
বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক চুক্তি সাপেক্ষে
গবেণণা প্রকল্প পরিচালনা।
গ)
পি. এইচ.
ডি.
এব্ং এম. ফিল.
ডিগ্রী লাভের জন্য যারা এই ইনস্টিটিউটে
নিবন্ধনভুক্ত হবেন,
ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকাল থেকে অন্যূন দশ বছর পর্যন্ত তাদের দেশের
অন্যান্য বিশ্ববিদ্যালয় ও প্রাসংঙ্গিক গবেষণা প্রতিষ্ঠানের সাথে
পারস্পরিক চুক্তির ভিত্তিতে প্রধান/সহযোগী
সুপারভাইজারের অধিনে গবেষণা কাজ পরিচালনা করার সুযোগ প্রদান;
ঘ)
গবেষণার ফলাফল দেশ ও বিদেশে প্রচারের মাধ্যমে
ইনস্টিটিটকে জনপ্রিয়ঁ করে তোলা এবং সেসব গবেষণালব্ধ ফলাফল দেশ ও
সমাজের বিভিন্ন প্রাসংঙ্গিক উন্নয়ন ও পরিকল্পনায় প্রয়োগ;
ঙ)
স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার
নিরবচ্ছিন্ন চর্চা ও গবেষণা;
চ)
সেমিনার,
সিম্পোজিয়াম, সম্মেলন,
প্রকাশনা ইত্যাদির মাধ্যমে ইনস্টিটিউটকে
দেশ-বিদেশের বিভিন্ন
বিশ্ববিদ্যালয় ও পন্ডিত ব্যক্তিদের মাঝে পরিচয় করিয়ে দেয়া;
ছ)
স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের প্রকৃত ও সঠিক
ইতিহাস চর্চা ও দেশ-বিদেশে তা
প্রকাশ;
জ)
এই সব লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ এবং
সেগুলি অর্জনে সহায়ক কার্যাবলী পরিচালনা।
২০১৪-২০১৫
শিক্ষার্ষ থেকে এই ইনস্টিটিউটে এম.
ফিল. ডিগ্রী
লাভের জন্য ছাত্র ভর্তি হয়েছে।
তাদের এক বছরে দুই(২)
সেমিস্টারে বিভক্ত ছয়টি বাধ্যতামূলক ও ৪টি
ঐচ্ছিক বিষয়, মোট ১০টি বিষয়ে
কোর্স ওয়ার্ক সম্পন্ন করতে হবে।
এর জন্য গবেষকদের অবশ্যই যদি অন্য কোন প্রতিষ্ঠানে
চাকরিরত হন, তাহলে এক(১)
বছরের ছুটির গ্যারান্টির সনদপত্র জমা দিতে
হবে। প্রথম বছরে
সুযোগের সীমাবদ্ধতার কারণে ৫ জন ছাত্রকে ভর্তির অনুমতি প্রদান করা
হয়েছিল। দু
জন ছুটি না পাওয়াতে ভর্তি হতে পারেন নি।
তিন জন নিয়মিত কোর্স ওয়ার্কের প্রথম
সেমিস্টার সম্পন্ন করেছেন।
এম. ফিল.
ছাত্রদের জন্য মাসিক চার হাজার এবং পি.
এইচ.
ডি. ছাত্রদের মাসিক ৫ হাজার
টাকার স্কলারশীপের ব্যবস্থা আছে।
তবে হল সমূহে স্থান সংকুলানের অভাবে তাদের
এখনই হলে আসন দেয়া সম্ভব হয় নি।
সুযোগ সৃষ্টি হলে তাদের হলে জায়গা দেয়া হবে।
ইনস্টিটিউটে নিজস্ব একটি
ছোট্ট সেমিনার লাইব্রেরি আছে।
নিয়মিত বই কেনা হচ্ছে।
আশা করি আগামী কয়েক বছরের মধ্যে মোটামুটি
বড় একটি লাইব্রেরি প্রতিষ্ঠিত হবে।
এই ইনস্টিটিউটে যারা ভর্তি হবেন তাদরে অবশ্যই
বাংলাদেশের যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে,
বিশেষ করে ঢাকা,
রাজশাহী,
চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তাদের সুপারভাইজার/কো-সুপারভাইজার
অধীনে কাজ করতে হবে।
সেজন্যে ওই চারটি বিশ্ববিদ্যালয়ের সাথে
বশেমুরবিপ্রবি-এর একটি
Memorandum of Understanding (MOU)
স্বাক্ষরিত হয়েছে।
এছাড়া পৃথিবীর যেকোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এরকম MOU
স্বাক্ষর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বঙ্গবন্ধু ইনস্টিটিউট অফ
লিবারেশন ওয়ার অ্যা্ন্ড বাংলাদেশ স্টাডিজে কর্মরত শিক্ষক,
কর্মকর্তা ও কর্মচারিদের তালিকা:
১।
অধ্যাপক শহিদুল ইসলাম,
পরিচালক
২।
সানজীদা পারভীন,
প্রভাষক
৩।
মো:
শাহাবুদ্দিন,
অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর